সম্পাদকীয়: ৯৮ ভাগ মামলা অনিষ্পন্ন থাকে কীভাবে

16 January 2023
No image

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্তকাজ ৬০ দিনের মধ্যে শেষ করার কথা। কিন্তু এ আইনে দায়ের হওয়া অধিকাংশ মামলা মাসের পর মাস ঝুলে আছে। তদন্ত শেষ না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা বিচারের আগেই হয়রানির শিকার হচ্ছেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের প্রতিবেদনের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার জানাচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার মধ্যে মাত্র ২ শতাংশ ক্ষেত্রে আসামিরা আদালতের মাধ্যমে সাজা বা খালাস পেয়েছেন কিংবা মামলাটি খারিজ হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ১ হাজার ১০৯টি মামলার রেকর্ড হয়েছে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ হয়েছে ফেসবুকের কার্যক্রমের জন্য। এসব মামলায় মোট ২ হাজার ৮৮৯ জনকে আসামি করা হয়েছে; যঁাদের মধ্যে মাত্র ৫২ জন মামলা আদালতের মাধ্যমে নিষ্পত্তি পেয়েছেন। বাদী মামলা প্রত্যাহার করে নেওয়ায় নিস্তার পেয়েছেন ৯ জন।

Click the link for full report:

https://www.prothomalo.com/opinion/editorial/hfj0ezvnul?fbclid=IwAR3fUvFd3L8DSkxU8NEf0CqSFpHYIUAgxZQHN3DsqaD-MpQmE07pNlTJ6OM


Comments