স্বৈরতন্ত্র যাতে না ফেরে সেজন্যই সংস্কার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সেজন্যই সংস্কার। কিছু সুদূরপ্রসারী গুরুত্বপূর্ণ সংস্কার করা গেলে স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব। এর মাধ্যমে অতীতে যে সংস্কার ছিনতাই হয়ে গেছে, সেটাও ঠেকাতে পারব। এ রকম সুযোগ আর আসবে কি না আমি জানি না। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-জনপ্রশাসন প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনসহ ছয়টি কমিশন শিগগিরই প্রস্তাব দেবে। এর পরের বিষয়গুলো সরকার, রাজনৈতিক দল ও নাগরিকদের।

নির্বাচনি সংস্কারের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ অংশীজন হলো নির্বাচন কমিশন। সুতরাং তাদেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা কীভাবে কাজ করবে তার ওপর নির্ভর করবে কী রকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, ব্রিটিশ আমলে সৃষ্টি হওয়া আমাদের জনপ্রশাসনের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম পুনর্নির্ধারিত হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত গত ৫৩ বছরে তা ঘটেনি। জনপ্রশাসনকে জনগণের প্রশাসন করা দরকার এবং জনগণের স্বার্থে কাজ করা দরকার। কিন্তু তা-ও হয়ে ওঠেনি। গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সবার মনমানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। আমাদের আচরণের পরিবর্তন দরকার।

News Courtesy:

স্বৈরতন্ত্র যাতে না ফেরে সেজন্যই সংস্কার | | বাংলাদেশ প্রতিদিন

Comments