আমরা চাই উদার নীতির গণতন্ত্র : আকবর আলি খান

20 December 2021

ইললিবারেল গণতন্ত্র দিয়ে কোনো কাজ হবে না। দেশে উদার নীতির গণতন্ত্র চান বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।

আজ সোমবার সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের ৫০ বছর উদযাপন উপলক্ষে সেন্টার ফর গর্ভান্সেস স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আকবর আলি খান বলেন, আমরা যে গণতন্ত্র চাই সেটি হলো উদার নীতির গণতন্ত্র বা লিবারেল ডেমক্রেসি। ইললিবারেল গণতন্ত্র দিয়ে কোনো কাজ হবে না। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা- সেখানে আমরা বিশ্বাস করি উদারনৈতিক গণতন্ত্র।

তিনি বলেন, উদারনৈতিক গণতন্ত্রে কেবল নির্বাচন হলেই চলবে না। একে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। সেখানে সিভিল সোসাইটির ভূমিকা থাকতে হবে।

তিনি আরো বলেন, আমাদের জাতীয়তাবাদ চূড়ান্তভাবে অর্জন হয়েছে, এটা নিয়ে চিন্তার কারণ নেই। কিন্তু চিন্তার কারণ হল গণতন্ত্র নিয়ে, ধর্ম নিরপেক্ষতা নিয়ে। যদিও আমরা ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র, দুইটাকে আলদা স্তম্ভ করেছি। কিন্তু যে দেশে গণতন্ত্র নেই সেদেশে ধর্ম নিরপেক্ষতা টেকসই ভিত্তিতে করা সম্ভব না। কাজেই ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের গণতন্ত্রের প্রয়োজন। 

দেশে সুশাসনের অভাব রয়েছে উল্লেখ করে আকবর আলি খান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্ন নিয়ে যে সমাজতন্ত্র রয়েছে, সে সমাজতন্ত্র হলো মানুষের মধ্যে বিভেদ কমানো। বাংলাদেশে মানুষের মধ্যে বিভেদ বেড়ে চলেছে। যেসব হিসাব আমাদের কাছে আছে, সেসব হিসাবের ভিত্তিতে দেখা যাচ্ছে- পৃথিবীতে যতগুলো দেশ আছে তার প্রায় ৬৫ ভাগ দেশের সঙ্গে বাংলাদেশের আয় বৈষম্য রয়েছে। পৃথিবীর বাকি ৩৩ শতাংশ দেশে আয়ের যে ধরনের বৈষম্য আছে বাংলাদেশেও সেটা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

News Courtesy:

https://bonikbarta.net/home/news_description/284000/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-:-%E0%A6%86%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8?fbclid=IwAR1wya6Cniaj67dF66EUOFqacKHx8FZkQwqRGQpKgubPMXKbMWi1rc63KjU

Comments