জার্মানীর সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে: আখিম ট্রোস্টার
29 March 2022জার্মানীর সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
জার্মান-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ- সিজিএস গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেন, বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে জার্মানি। জলবায়ু পরিবর্তন আন্দোলনে বাংলাদেশের পাশে জার্মানি থাকবে বলেও জানান তিনি। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ ৫০ বছরে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে জর্মান রাষ্ট্রদূত আরো বলেন, গত ৫০ বছরের মতো আগামীতেও পাশে থাকবে জার্মানি।
News Courtesy:
More about :
৫০ বছরে জার্মানি-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী হয়েছে