তরুণদের দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান
ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে প্রত্যেক মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, দেশবাসী একটি পরিবর্তন চাইছে । কিন্তু সরকার ও নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে- ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। সরকার ও নির্বাচন কমিশন এক হয়ে গেছে। সিইসি বলছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। অন্যদিকে বিরোধী দলের প্রার্থীরা মার খাচ্ছেন। তরুণদের ভয়কে জয় করে দলে দলে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। গতকাল রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০১৮: তরুণ, নারী ও সংখ্যালঘুদের কেন ভোট দেওয়া উচিত?’- শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।
News Courtesy: https://mzamin.com
More about :
Serious Deficiencies In Polls Atmosphere: Seminar